তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি সংঘর্ষ : উত্তপ্ত কলেজ ক‍্যাম্পাস , আগুন বাইকে

4th January 2021 8:02 pm রাজ‍্য
তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি সংঘর্ষ : উত্তপ্ত কলেজ ক‍্যাম্পাস , আগুন বাইকে


বিশেষ সংবাদদাতা ( পূর্ব মেদিনীপুর ) :   পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ । বোমাবাজির অভিযোগ । ভাঙচুর একাধিক গাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হলো একাধিক মোটরসাইকেলে ।ঘটনায় উত্তপ্ত গোটা বাজকুল এলাকা । এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ কলেজের ভিতরে এবিভিপি র দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে।  যা নিয়ে শুরু হয় বচসা এবং সংঘর্ষ।  যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদয়। তাদের পাল্টা দাবি এবিভিপি ছাত্র সংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে জানা নেই । পাশাপাশি শুভেন্দু অধিকারী কে  মীরজাফরের আখ্যা দিয়ে তাদের দাবী  নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে ।  গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায় ।  ঘটনার প্রতিবাদে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ চলে ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে  ঘটনাস্থলে পৌঁঁছায়  ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী। 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।